অনেক সংগ্রামের পর তুমি
নীল আকাশের নিচে,
দুইশত বছর বৃটিশ কলোনিতে
হন্যহয়ে তোমার খুঁজে,
দিতে হলো কত না রক্তক্ষরণ
বাহিরে ভিতরে!
তুমি মুক্ত হবে বলিবো আমি
ধরনী এঅংশে স্বাধীনতা
আমার স্বাধীনতা ;
হায়রে ধরনী আমার
অবিশ্বাসী দলে দিলে আমায়!
কি আর করি,
ফের তোমাকে পাবার আশায়
কত-না তেলেসমাতি
রক্তের বন্যায় চব্বিশ পরে
স্বাধীনতার স্বাদ পেলাম মাগো,
‘ মা ‘ তুমি ক্ষমা করো
তোমার এই বিধ্বংসী জাতিকে ;
আবারও ক্ষমা করো ”
তোষামোদি আর পাদ পদবী
বড় কর্মকর্তা প্রকল্প পরিচালক
পূন্যভূমি মোদের কলংক করে
অবরুদ্ধ স্বাধীনতার স্বাদ!
“মা”গো তুমি করো
পরিস্নাত করো পরিস্নাত করো।