মুজিব মুজিব মুজিব,
মুজিব নামের ছেলেটি,
কোথায় গেছ হারিয়ে।
তুমি এস আবার ফিরে
এই বংলার জমিনে।
তোমায় খুব দরকার
ফিরে আস আর একবার
দেখে যাও বাংলার হাল।
তোমার সবুজ সোনার বাংলার,
রাজপথ রক্তে হচ্ছে লাল।
বেড়ে গেছে নরপিচাশের হাতছানি।
হুংকার ছারছে শিয়াল এর দল।
দেশে ভরে গেছে দালালের ছায়া
বেড়ে গেছে অন্যায় অবিচার।
জুলুম চলছে অসহায়ের পর
ন্যায় পথে চলছে না কেউ
ক্ষমতার বড়াই সবার।
মুজিব তোমায় আবার দরকার
সবকিছু রুখে দিতে সমাজের।
মুজিব তুমি একবার এসে দেখো,
তোমার সন্তানেরা করছে কি।
নেশার মাঝে ডুবছে তারা
নষ্ট করছে জিবনকে।
মাদক তৈরি করছে কারা
যাদের আছে উচু তালা।
প্রতিবাদি হয়েছিল যারা
পদ্মায় বিলিন হলো তারা,
খোঁজ পেলনা স্বজনরা।
মুজিব তোমায় অনেক দরকার
নেতারা গরছে কালো টাকার পাহাড়।
কারাগারে বন্দি নিরঅপরাধ,
শুনতেকি পাওনা মায়ের হারাকার।
মুজিব তুমি এস ফিরে,
সুন্দর বাংলাদেশ দিতে।
বাংলার মানুষ শান্তি চায়,
রাতের আধাঁরে চুপিচুপি নয়
স্বাধীন ভাবে চলতে চাই।
মুজিব তুমি এস আবার ফিরে
অন্যায়কে প্রতিরোধ করতে
নতুন করে স্বাধীন করতে
তোমার এই সোনার বাংলাকে।।