সাপ্তাহিক ধারাবাহিকে অনিরুদ্ধ গোস্বামী (পর্ব – ১৩)

অদৃশ্য প্রজাপতি
বাবা: দেখ তোর এপার্টমেন্ট থেকে যেভাবে বিদায় নিয়েছিল ,মনে হয় কোনো মানসিক টানাপোড়েন এ আছে। সে যেটা চায় আর যেটা করছে তার মন হয়তো সাথ দিচ্ছে ন।
ধৈর্য ধর , অপেক্ষায় একমাত্র সমাধান।
মনে রাখিস ” লাভ এন্ড পার্সিভারেন্স ইস সিনোনিমাস ”
ভালো লাগছে কোনো এক কারণে বাবার সাথে কথা বলে ।
ভালোবেসে ভালো কাঁদালে।
ভালো ভালোবাসা জানালে।।
কাঁদালে ,,কাঁদালে……
যদি মজিতে না মন ছিল।
ওগো, তবে কোনো মন মজালে।।
রামকুমার চট্টোপাধ্যায় এর টপ্পা সুর তুললো “এপপেল মিউজিক ” এ।
সোমবার :প্রোডাক্ট লঞ্চ মিটিং
রবিবার রাতে সেলস টীম হেড কুটটি চলে এসেছিলো। কমিউনিকেশন টীম এর স্টেজ তৈরী আর অন্য ব্যবস্থা দেখে নিয়েছিলাম। সব ঠিক আছে প্ল্যান মাফিক। যদি সেলস টীম ঠিক ভাবে আমার পরিকল্পনা ঠিক ভাবে বুঝে যায় আর তা ঠিক ভাবে বাস্তবায়ন করে মার্কেট এ ,সাফল্য অবধারিত।
ঠিক সাড়ে নয় টায় আমাদের সম্মেলন শুরু। বড় ডিজিটাল স্ক্রিন আর আলোর প্রয়োগ স্টেজ টি কে অন্য এক মাত্রা দিয়েছে। থিয়েটার এর মতন বসার ব্যবস্থা করা হয়েছে। প্রায় দুশো জন সেলস টীম এর সদস্য রা বসতে পারবে। হল এর দুই পাশের যাতায়াত করার জায়গায় আরো চার টি ডিজিটাল স্ক্রিন স্থাপন করা আছে যাতে পেছন থেকে দেখতে সুবিধা হয়। হল ঘরে ঢোকার আগে ও হোটেল লবি তে স্ট্যান্ডি লাগানো আছে , যাতে নতুন প্রোডাক্ট এর গুনাগুন দেওয়া আছে।
ফিমেল সেলস কলিগ রা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলো। ম্যানেজিং ডিরেক্টর আস্তে পারেনি অন্য মিটিং থাকার জন্য। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি তার বক্তব্য রাখলেন। তার সাথে এই প্রজেক্ট কি এক্সপেকটেশন সেলস টীম এর কাছে তাও তুলে ধরলেন।
মার্কেটিং টীম এর আমাদের প্রেসেন্টেশন এর মাধ্যমে তুলে ধরলাম যে এই ইনজেকশন এর মার্কেট কত বড় ,কোন কোন স্পেশালিটির ডাক্তার কে ফোকাস করতে হবে,কি হবে আমাদের কমিউনিকেশন। আরো বললাম কোন কোন সাইন্টিফিক লিটারেচার আমরা কিভাবে তুলে ধরবো,ডাক্তার দেড় লঞ্চ করবো কি ভাবে ,লঞ্চ গিফট কি হবে ?ডিস্ট্রিবিউটার দের কখন বিলিং হবে ইত্যাদি। এক কথায় তাদের বিস্তারিত তথ্য দিয়ে প্রজেক্ট তা তুলে ধরলাম।
সেলস টীম খুবই উৎসাহ দেখালো যখন দেখলাম কিভাবে তাদের নিজস্ব এরিয়া তে প্রথম ৫০ টি ডাক্তার কে লঞ্চ করবে। বিশেষ ভাবে তৈরী একটি কেক এর আদলে তৈরী ত্রিমাত্রিক ইলেকট্রনিক কেক। ডাক্তার যখন বিশেষ ভাবে তৈরী ইলেকট্রনিক লাইটার দিয়ে কেক এর মোমবাতি তে আগুন স্পর্শ করাবে ,সঙ্গে সঙ্গে ফুলের পাপড়ির মত ওপরের অংশ টি খুলে যাবে আর তার থেকে উদ্ভাসিত হবে একটি প্রোডাক্ট এর নামাঙ্কিত একটি এম্পুল।
কুটটি খুশি এই প্ল্যান এ। ৫ টায় মিটিং সম্পূর্ণ হল। রাতে এ গালা ডিনার এর আয়োজন আছে।
রাতের পার্টি তে থিম কেরালা ট্রাডিশনাল ড্রেস।
একটু আগেই চলে এলাম পার্টি হল এ। উদ্দেশ্য সেলস টীম এর ছেলেদের সাথে মিশে একটু ফিডব্যাক নেওয়া। কিছু টীম এর ছেলেরা এসে গেছে মুন্ডু (ধুতি) আর শার্ট পরে। বেশিরভাগ সাদা শার্ট। সুন্দর আড্ডা জমে উঠেছে। ছেলেরা তাদের প্রশ্ন করছে। আমিও উত্তর দিচ্ছি। জবরদস্ত সেলস এর প্রতিশ্রুতি দিলো। এটাই দরকার ছিল আমার।
পিঠে হাত পড়তে পিছন ফিরে দেখি কুটটি আর বিন্সি। কূটটি র পরনে সাদা মুন্ডু আর শার্ট সঙ্গে সাদা স্লীপার। বিন্সি সাদা ঘাঘরা , সোনালী পাড় সাথে ডিসাইনার ব্লাউস । নাভি তে ছোট একটি নথ,ছোট স্টোন টি জ্বল জ্বল করছে। বিন্স সব পোশাকেই স্বছন্দ।
কুটটি : নীল বস সারপ্রাইজড টু সি দেট মার্কেটিঙ এন্ড সেলস আর টুগেদার! রেয়ার অকেশন
বিন্সি : নীল ক্যান মিঙ্গলস ইসিলি উইথ এনিওয়ান ।
নীল :ইউ নো কুটটি ,থিস ইনফরমাল ইন্টারঅ্যাকশনস আর ভেরি এফেক্টিভ ঠন্ ফর্মাল ওয়ান ।
কুটটির হাতে ড্রিঙ্কস চলে এসেছে। কেরালার মদের প্রতি ভালোবাসা সর্বজনবিদিত। কোট্যাম(কেরালার র একটি স্থান ) এ বলা হয় সন্ধের পর চক এর গান্ধী মূর্তি ছাড়া সব কিছু হেলতে থাকে।