T3 শেষের কবিতায় আশীষ গুহ
by
·
Published
· Updated
যদি
যদি নির্মল বাতাসকে বলো
তোমার স্পর্শ আমার মনে শিহরণ তোলে,
নির্বিকার বাতাস বয়ে চলে
দূরে আরো দূরে কোনো নতুন ছোঁয়ার ছলে…
যদি বহমান নদীকে বলো
তোমার ধারায় আমি স্নিগ্ধ হই,
নদী এগিয়ে চলে ওই
মোহনার দিকে তার স্রোত বয়….
যদি কখনো গোলাপকে বলো
তোমার গন্ধ পাগল করে আমায়,
সে পাঁপড়ি মেলে সুবাস বিলায়
সময়ের সাথে সেও বৃন্ত হারায়…
যদি তুমি পাহাড়কে বলো
তোমার উন্নত শির আমায় বাঁচতে শেখায়,
অবিচল দাঁড়িয়ে সে স্বপ্ন দেখায়
বরফ মুকুট সাজিয়ে মাথায়।
আমার চোখে চোখ রেখে
যদি কখনো আমায় বলো
তোমায় আমি বাসি ভালো,
জানবে, দুজনের ইচ্ছে মুক্তি পেল।