কাব্যানুশীলনে অরিজিৎ ঘোষ

কালবৃষ্টি
সারাটা দিন মেঘের সাথে মেঘের লড়াই, আকাশে ভয়ঙ্কর আঁকিবুকির ঝলসানো উন্মত্ত প্রলাপ, আগুনে তোলপাড় খেলা।
ঠিক যেনো সকল পাপকে পুড়িয়ে মারার নেশায় জলের মাতাল চাদরে ঢাকা ক্ষ্যাপাটে সেনাপতি।
জলে ভেজা গাছগুলো নিঝুম প্রাসাদের মতো দাঁড়িয়ে, দু একটা সপাট ভেজা পাখি ঝটপট করতে করতে কোথায় হারিয়ে যায়,
ধোঁয়াটে ভেজা পৃথিবীর ছায়ামাখা অনেক স্বপ্নালু অবয়ব।
হঠাৎ ধারালো বেলাগাম বাতাস দুরন্ত ঘূর্ণিপাকে সশব্দে বুকে কাঁপন ধরায়,
ক্রমাগত আস্ফালনে সন্ত্রস্ত চারিপাশ,এই বুঝি সব শেষ।
সারাটা দিন সমস্ত পাপ ধুয়ে ধুয়েও অক্লান্ত সিক্ত আনাগোনা।
সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল,বিকেল থেকে সন্ধ্যা ক্লান্তিহীন উচ্ছ্বাসে সব সময় জোয়ার।
অন্ধকারের সাজে বজ্রনির্ঘোষ আর ক্ষণিকের হলুদ পৃথিবী, এক ঝলক পৃথিবীকেই দেখা,সাদা কালো মেঘ মিশে সব কালো,কালো আকাশ চিরে চোরা স্রোতের অবিরাম ঝমঝমাঝম।
রাতে এলো প্রলয়নাচন নিয়ে,তেজোদ্দীপ্ত উন্মেষ।
দিন রাতের খেলায় শুধু রঙের আর ভয়ের প্রভেদ,
বৃষ্টির ফোঁটা দিয়ে আজকেই পাল্টাতে হবে পৃথিবী,
এটাই তার একমাত্র ইচ্ছে।
জবাবী পাওনা ফিরিয়ে দেওয়ায় অক্ষম মানুষ আজও শুধু দেখেই যায়,পিঠ পেতে নিতেই হবে চাবুক…
সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে সঙ্গে রইল অনেক ভালোবাসা