কবিতায় বলরুমে আশীষ গুহ by · Published July 12, 2021 · Updated July 12, 2021 ইচ্ছে নদী.. হঠাৎ ঝেঁপে বৃষ্টি এলো আকাশ পাতাল জুড়ে, পাহাড় অরণ্য নেচে ওঠে ঝর্ণা বুকে ধরে.. আমি তখন নদীর কাছে জল খুঁজতে আসি, কোন জলটা বৃষ্টিধারা? কোনটা ঝর্ণারাশি? যখন ভালোবাসা মনের মাঝে ফুলের বাসর গড়ে, মন কি তখন জানতে চায় ফাগুন এল কেমন করে? মন যদি চাই রোজই ফাগুন পলাশ আবির সাজে, ইচ্ছে তুমি বেঁচে থেকো সবার মনের মাঝে। আজও আমার বুকের মাঝে ইচ্ছে বেঁচে আছে, জলের নাম আর খুঁজিনা ইচ্ছে নদীর কাছে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক গল্প নেই-তে কল্যাণ গঙ্গোপাধ্যায় – ৪ January 23, 2021 by · Published January 23, 2021 · Last modified May 14, 2022