সেদিন এক শান্ত নদীর পাড়ে হেলে পড়া অশ্বত্থ গাছের সাথে বাঁধা ডিঙি নৌকোটায় ভালোবাসার দেখা পেয়েছিলাম।
ও তখন প্রেমের ইকেবানা হয়ে এক জোড়া কিশোর কিশোরীর হাতে নবযৌবনের স্নিগ্ধ সুধা অর্পণ করে।
স্বর্গীয় ভালোবাসা পৃথিবীর মানুষের কাছে তাজা ফুল হয়ে বর্ণে গন্ধে মন ভরায়…
আমি কাতর হয়ে বলি, ওহে ভালোবাসা, তুমিতো ধরা দিলে না এজীবনে, যদিও বা ক্ষণিকের অতিথি হয়ে এলে, তোমায় ভালো করে বাসা হলো না আমার !
জানি, আবার আসবে ফিরে সেই শান্ত নদীর পাড়ে পঞ্চভূতে বিলিনের আগে…
এক অবহেলার ইকেবানা হয়ে…..
শুধু মনে রেখো, আমি তোমাকেই চাই।