কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

স্পর্শবিহীন বন্ধনের সুখ

যদি মন চায়, চলে আয়
বরষার এই অলস দুপুরে
কদম-কেয়ার গন্ধ মেখে
বৃষ্টিতে ভিজব দুজনে।
ঝাঁক ঝাঁক বৃষ্টিফোঁটায় পরিত্যক্ত বিকেলে
তোর ভেজাচুলের গন্ধ শুঁকে
তোকে একটু ছুঁয়ে দেবো-
স্পর্শবিহীন বন্ধনে!
স্পর্শের সুখের চেয়ে বেশি সুখ
কল্পিত সুখের চেয়েও ঢের সুখ এখানে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।