কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

আগন্তুক
আমার আশাগুলো যখন ভেঙে গেল–
(বলা যেতে পারে ভেঙে দিল)
হঠাৎই দ্বিতীয় ব্যক্তির আগমন
সে খোঁচাতে লাগল আহত স্বপ্নগুলোকে
মেরুদণ্ড ভেঙে দিতে চাইল–
প্রথম ব্যক্তির মতন।
নিবু নিবু প্রাণের স্বপ্নগুলো যখন দাঁড়াতে চাচ্ছে
তখনই তৃতীয় আগন্তুকের আগমন
এবার টিকেথাকা স্বপ্নকটাকে শ্বাসরোধ করতে ইচ্ছুক সে
এরপর চতুর্থ পঞ্চম…
অন্ধকার থেকে দেখছি এসব
সবাই আগন্তুক–মুখোশ পরে
আলোয় মিত্র, অন্ধকারে তুমুল যুদ্ধ।
স্বপ্নগুলো কি ফিনিক্স পাখি হতে পারে না
আমাকে একটু একা থাকতে দাও।