কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

শরতের বিদায়ে হেমন্তের ডাক
চাঁদ সেপ্টেম্বর থেকে উজ্জ্বল হয়
ফসলের নভেম্বর পর্যন্ত,
অবারিত খেতে সোনালি ঢেউয়ে শিশিরের গয়না,
গাছের পাতাদের যৌবন পরিবর্তন
সূর্যের আলোতে মধুচক্র হয়।
হালকা আর্দ্রতা-মোড়া বাতাস ধূসর করে আকাশকে
শরতের উজ্জ্বলতার স্মৃতি ধূসর হতে থাকে,
বাতাসে উজ্জ্বল ঘ্রাণ নবান্নে
খেজুর, পায়েসের গন্ধ বাতাসের গায়।
উপ্ত ফসল কাটা হয় এই হেমন্তে
এই বড়ো রাতগুলোতে শীতের ডাক পাওয়া যায়।