কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

সাহস ও কবি
সাহস ছোট্ট স্ফুলিঙ্গ
হিংস্র বাঘের সঙ্গে লড়াই করে
দ্রতগামী চিতার সঙ্গে লড়াই করে
এক স্পাটার্ন যোদ্ধার মতো।
সাহস ছোট্ট টর্চের মতো চলার পথ দেখায়।
কবি ছোট্ট ঈশ্বর
কবিতা চাবির মতো হাজার দুয়ার খুলে দেয়।
চুপচাপ থাকে যারা
তাদের মধ্যে স্ফুলিঙ্গ জ্বালানোই কবির ব্রত।