কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

আকাশের মেয়ে লাবনী
আকাশের মেয়ে লাবনী,
তার হাতে চাঁদ নাচে
মেঘের উপর বর্ণালি,
তার গাল আবির মাখালাম
সবুজ আর লাল
এবং নাকে হিরে
চুলে মল্লিকা, খোঁপায় গাঁদা।
আমি তার কাঁধে আমার হাত রেখে
পুরাতন গল্প মুছে ফেলার চেষ্টা করলাম।
কী অনাবিল! কী স্বগীয় দৃশ্য!
আগে দেখেনি!
হারতে শিখে জিতে গেলাম।