কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

ডাক
এক হৃদয় ডেকেছিল কাল
অকৃত্রিম বন্ধনে।
সরলতায় মিশিয়ে দিয়েছি অদৃশ্য ভালোবাসা
বাম অলিন্দে অশরীরী ডাক, ডান অলিন্দে রহস্য
জ্যোৎস্নারা সাক্ষী
টিএসসি সাক্ষী, নীলখেত সাক্ষী, দোয়েলচত্ত্বর সাক্ষী।
সন্ধ্যাতারা নেমেছিল তার মুখে
তার মুখ ভরে ছিল সন্ধ্যাতারায় সন্ধ্যাতারায়।