T3 || ঘুড়ি || সংখ্যায় অঞ্জলি দেনন্দী, মম

বিশ্বকর্মা
ভাদ্র মাসের শেষে।
বাড়িতে পূজো নেন শ্রী বিশ্বকর্মা দেব এসে।
আর আমার ঘুড়ি আকাশে থাকে ভেসে।
বাড়ির সামনের মাঠ থেকে ঘুড়ি ওড়াই।
কখনো সুতো ছাড়ি, কখনো বা লাটাইয়ে জড়াই।
কখনও বা অন্যের ঘুড়ির সুতো কাটাকাটি করাই।
বিকেলে বাড়ি ফিরে এসে
অরন্ধনের পান্তা ভাত আর ভাজাভুজি খাই, অবশেষে।
বাস আমার ভারত দেশে।