হৈচৈ কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

ধূলো
বাচ্চাগুলো
গায়ে মেখে ধূলো
খেলে সারা বেলা।
ওদের প্রিয় ধূলো-খেলা।
খেলে আর হাসে।
হিহিহি…….
ওদের হাসি হাওয়ায় ভাসে।
শুনে তা ঘোড়া ডাকে
ইঁ হি হি হি……..
পাখিও ডাকে শাখে শাখে শাখে।
নদী বই গাঁয়ের বাঁকে বাঁকে বাঁকে।
প্রজাপতি, মৌমাছি ওরে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে।
বাচ্চাগুলো, ওদের গালগুলো
গোল গোল গোল, ফুলো ফুলো ফুলো।
নরম নরম নরম তুলো তুলো তুলো।
ওদের কচি দাঁতের হাসি
বড় ভালোবাসি।