T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় অঞ্জলি দেনন্দী, মম

শ্রী সরস্বতী পূজা
শুক্ল বসন্ত পঞ্চমী তিথি।
শ্রী সরস্বতী পূজা।
কুসুমিত কানন বিথী।
মাতা লক্ষ্মীর অনুজা।
গণেশ ও কার্তিক প্রিয়জন।
মহাদেব তাঁর পিতা।
মাতা সতী।
রাজহংস বাহন।
বিদ্যা দান করেন উনি।
ওনার কৃপায় মানুষ বুদ্ধিমান/মতি;
বানান পরম গুণী।
সারা প্রকৃতি সুসজ্জিতা।
পবনে বিণা ধ্বনি বাজে, মধুর স্বরে।
মণ্ডপে বিণাপানি শ্বেতা বিরাজিতা।
পুস্তক, লেখনী তাঁর আশিস-করে। (কর-হাত)
বৈদিক অঞ্জলিতে তিনি পুজিতা।