|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || অঞ্জলি দে নন্দী

আজ বসন্ত পঞ্চমী
বাসন্তী শাড়ী।
সেজেছে বঙ্গ নারী।
দেবী শ্রী সরস্বতী, মা তারই।
অঞ্জলি দেয়।
বিদ্যা চেয়ে নেয়।
মাঘের শুক্ল পঞ্চমীতে, পূজা করে মায়ের।
পরশ নেয় তাঁর শ্রী পায়ের।
প্রতি বছর সে মূর্তি আনে নিজের ঘরে।
পরম ভক্তিতে আরাধনা করে।
জোড়া দু-করে।
ভক্তি অশ্রু ঝরে।
মায়ের বরে
আজ সে অনন্ত সৃষ্টি করে।
সারা বিশ্ব তা পড়ে।