মা দিবস স্পেশাল – এ অঞ্জলি দে নন্দী, মম

মা
মা!
আমি তোমার অধমা কন্যা।
অতি নগন্যা।
মা!
নয় সুখ,
আমি তোমার চিরদুঃখ।
মা!
আমি তোমার দুর্ভাগ্যের কারণ।
তোমার জীবনে আমার আগমন, অকারণ।
মা!
আমায় নিয়ে অনেক জ্বলেছো তুমি।
আমি কলুষিত করেছি তোমার গর্ভ-ভূমি।
মা!
আমি শুধুই পাপী।
তাই তো আমার মা হয়ে তুমি অনুতাপী।
মা!
জানো কি গো? আজও আমি তোমায় স্বপ্নে দেখি।
আজও তোমায় প্রণাম করে করি আমি লেখালেখি।
মা!
আমায় কর ক্ষমা! ভুল করেছি যত।
আমি হতে পারি নি তোমার মনের মত।