সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

মীরা
যুগে যুগে যুগে মীরারা করেন জয়।
মীরারা শেষ হওয়ার নয়।
সেই সে ছিলেন মীরাবাই।
অমন শ্রী গিরিধারীর প্রেমী আর নাই।
আর এখনের মীরা – বিশ্বজয়ী।
ভারতের নাম জগতে হল রজতজয়ী।
নারী শক্তির স্থান হাই।
সদাই তো তাই
‘জনগণমন’ গাই।
মনে যে বড় সুখ পাই।
আগামীকালেও আরও মীরা কর্ম করবেন কত।
অতীত ও বর্তমানের মীরাদেরই মত।
ইতিহাস মনে রাখবে তত।
সুকীর্তি তাঁদের যত।