কাব্যক্রমে অনিকেশ দাশগুপ্ত
by
·
Published
· Updated
১| বসন্ত
রিফু করে আজ সুদূর বাদামী চলে যায়
যেখানে বনানী, শীতল কলসের গা ছমছমে দীঘি
বৃষ্টিগন্ধের এমনই মায়ায় বিজিত সংগ্রামের অপার্থিবতা
কোমল চাটাই বিছানো এ-দুয়ার ও- দুয়ারেও
কী যে এক না-বলা প্রেমে অপ্রেমে,মেঘপুঞ্জ,অলি
নির্নিমেষ বাসন্তিক আলোর কুপি জ্বলে অনন্তে
চোখে ভরাট চাহনি ,আঙুলে আঙুলে প্রেম মুদ্রা
বহুগুণ ঝুমুর পড়ে রয় মজঝিম প্রশাখে,
রুপালি হাতলের সেইসব সিঁড়ি কোথায় যেন
ভরন্ত ডানার মতন থমকে আছে
২| সাজ
নিশুতির লাল বিভাজিকা বেয়ে
সে আমার শিশুকাল,
প্রসূতিঘরের খড়ে কবোষ্ণ নাড়ীটি টিপে পড়ে রয়,
দ্রাঘিমা, নক্ষত্র ,শ্রান্ত অমরার দিনে,
রুদ্ধশ্বাস ছুটের জলজ ঘ্রাণ –
উঠোনের ভীরু সংসারে সে এক আধখান
হাসি হেসে স্নিগ্ধ আবছায়া স্বপ্নে অভিভূত,
দ্রোহ ফুলের মালা গেঁথে বাঁশির গায়ে বাঁধা
৩| আনকোরা
অনেক ভূ-খণ্ড
সেই এক কাচের বয়ামে ঘোলাটে হাতের মতো ক্ষয়
সন্ততি ,বংশজ , পাগলের আঁশ খোঁটা জীবনের
আরো কত বিদ্যার্থী দল ,তাদের সবুজ মেরুন ড্রেস,
বাসন ধোয়া আলো পড়েছে প্রান্তিক কসাইখানায়
অসংযত , দুধে ভেজা দিন যায়,
আরেকটা পকেটবুকে সাদামাটা ঘোড়সওয়ার –
তার টুকে রাখা দিনলিপি, বুটের হরেক কালশিটে ,
স্বাতী নক্ষত্রের ছাদে অনেক না -ছুঁতে পারা বিমর্ষ রং
একা একা নীল আকাশের পরিধি ঘাঁটে