কবিতায় অন্নপূর্ণা দাস

অরুণ উদয়
“ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয়… ”
মানে ঈশ্বরের দর্শন লাভ হয়।
তাকে মন প্রাণ দিয়ে ডাকতে হবে
তবেই তিনি ঠিক দর্শন দেবেন।
এই যেমন আমরা ব্রিটিশ ভারতের থেকে স্বাধীনতা লাভ করলাম।
ঈশ্বর আবার স্বাধীনতা মানে কি?
বিশুদ্ধ রাজনীতি, বিশুদ্ধ রাজনীতি, বিশুদ্ধ রাজনীতি
অতো কি বুঝিয়ে বলতে পারি
“কথা কিছু কিছু বুঝে নিতে হয়”
ওফ্, তোমার তো শুধুই ছলনা
একটুখানি খলসা করে বল না রে
কিছুই তো বুঝতে পারছি না
হরি কে নাম করা ব্যান্ডের গেঞ্জি পড়তে বললে হবে
ব্রহ্মাস্ত্র নিতে বলো
এটি আবার কি?
মোবাইল, মোবাইল ,মোবাইল ফোন
মানে?
এখন মোবাইল ফোনের দ্বারা সব কিছু জানা যায়
এই যেমন ধর্ম কথা থেকে রাজনীতি…
এতো সব মাথায় ঢোকে না
কেন?
শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত পরম্পরায় লোকমুখে শুনে বলতে পারো আর যে দেশে আছ, তার সম্পর্কে জানতে এতো অনিহা?
বিবেকানন্দ কি সাধে বলেছিলেন
আমার দেশের চাষীও ধর্ম জানেন,
কিন্তু কাকে খাজনা দিচ্ছে তার নাম জানেনা।
তাইতো বলি এবার খাজনা, বাজনা সব খবর নাও
ইতিহাস পড়, ইতিহাস, ইতিহাস
তাহলে সব বুঝে যাবে।
একবার, ব্যাকুলতা, ঈশ্বর দর্শন, বিশুদ্ধ রাজনীতি,ব্রহ্মাস্ত্র, খাজনা-বাজনা শেষে বলছো ইতিহাস ?
তোমার ব্যাপার বড়ই গোলমেলে
এ কিছুই বোধগম্য হলো না
আমার আবার মাথা যন্ত্রনা শুরু হয়ে গেল
আমি এখন আসি
পরে বিস্তারিত শুনবো
আরে, যাবার আগে শুধু একটি কথা মনে রেখো
ব্যাকুলতা, ব্যাকুলতা, ব্যাকুলতা
বিচার চাই, বিচার চাই, বিচার চাই…