আকাশ জুড়ে বৃষ্টি এলে
মনের মধ্যে সবুজ ঝড়
জীবন নদে ছোটে তুফান
টলে যায় আপন গড়।
বৃষ্টির এই মাদকতায়
শরীর জুড়ে শিহরণ
মনে মনে ভিজছি আমি
ঘুমঘোর না জাগরণ।
সোঁদামাটির গন্ধে যখন
আকুল করে মন প্রাণ
চাষি তখন ব্যস্ত চাষে
করে লড়াই দিয়ে জান।
বৃষ্টি এলে পদ্মপাতায়
মুক্ত ঝরে পড়ে
তোমার চুলের আগায়
টুপটাপ বৃষ্টি ঝরে।
এসব এখন স্মৃতিকথন
বয়স কি আর আছে
কেমন করি বলি তোমায়
এসো আমার কাছে।
ভিজবো দুজন মনে প্রাণে
অতি সঙ্গোপনে
মন যেথায় না পায় বাধা
ভিজবো আপন মনে।
আকাশ জুড়ে বৃষ্টি এলে
মনের মধ্যে সবুজ ঝড়
হৃদয় জুড়ে ওলোট পালোট
কাঁপিয়ে দেয় আপন গড়।
অশেষ@দেউত্তরপাড়া১১.০৬.২০২১