।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অরিন্দম দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্মৃতিহীন বিস্মৃতিহীন
১.
ঝিঙেফুল। তারাগাছ
তার নীচে বসে আছ একলা সন্ধ্যায়
অন্ধকার দশদিক, তবু দেখা যায়
কোমল নিখাদ রাঙা বসে আছ
হলদে তারার মত জ্বলে আছ কৃষ্ণচূড়ায়
আকাশে আকাশ লেগে আছে
তোমার চোখের আলো লেগে আছে সন্ধ্যামালিকায়…
২.
চোখের পাতায় চোখ লিখেছিল বন্ধুরা
সেদিনও বৃষ্টি ছিল
সবুজ আকাশে লেখা গ্রহান্তর
বটের ডানার থেকে দু’হাতে কুড়িয়ে এনে
রেখেছিল সাঁঝের রক্তিম ―
‘তোমার ও পথ আলোয় ভরানো জানি…’
কুড়োনো মনখারাপের পাতায়
টলমল করে উঠেছিল
একটা দু’টো মোমবাতির ছায়াকাঁপা আলো
পেখমরঙের আয়নাজোড়া ঢেউ ―
দিলে দহন দৃষ্টিজুড়ে দিও
জলের অক্ষরে কেউ লিখেছিল, প্রিয়…