কবিতায় অসীম দাস

আন্তর্জাতিক পাখির প্রতিভা
মাপা শব্দে ধরা যায় না তোমার মঞ্জুষা।
এই যে চিবুক উঁচু করে হেঁটে যাচ্ছো ফুটপাতের ভীড়ে
আকাশ ডিঙোনো চিল্কার আন্তর্জাতিক পাখির মতো,
এতে কি তোমার চিমনি চিবুকের প্রচন্ড দৃঢ়তা প্রকাশিত হলো!
কিংবা ধরো হঠাৎই ভেসে এলো প্রথম পঙক্তি তোমার মনে,
ধরার জন্য বসে পড়লে কোনও গৃহস্থের কোণে
শস্য ভারে অবনতা গর্ভিনী বৃষ্টির মতো,
এতেও কি তোমার কবি প্রতিভার পালে
বাতাস দেবার জন্য স্বয়ং প্রকৃতি
পাখা হাতে বসলো তোমার পাশে!
যদি লিখি, খাঁ খাঁ শূন্যতার খাঁড়ার নীচে
যখন দুলছে আমার কলমের আগামী ভবিষ্যৎ,
তখন তুমিই কল্পনা দেবীর মতো উর্বর করো ঊষর
আর অদেখা সরস্বতীর মতো নয়, তুমিই মৃন্ময়ী
মন্ত্র বীজের মতো পাঠাও ভাবনা সূত্র আমার মাথায়।
হয়তো উপরি শব্দ কম কিংবা বেশি উপমায়।
ফাঁপা শব্দের আড়ালে কচুপাতার আঙুল গলে
আস্ত আষাঢ় ঝরে যায়।
মাপা মাত্রায় কিছুতেই তোমার পূর্ণ যাত্রার
সঠিক চিত্র আঁকতে পারি না।