কবিতায় অন্নপূর্ণা দাস

জীবন্ত চরিত্র
একটা জীবন্ত দৃষ্টান্তমূলক চরিত্রের সন্ধান করছি
হ্যাঁ জীবন্ত দৃষ্টান্তমূলক চরিত্র…
যাঁরা ছিলেন, যাঁরা আছেন এবং যাঁরা হবেন
সেরকম একটি চরিত্র…
তুমি নাম লিখতে চাইলে অনুসরণ করতে পারো
ইতিহাস থেকে সংগ্রহ করে নিয়ে
এগিয়ে চলো নিজের গন্তব্যে।
আমি ছোট ছোট জোনাকিকে একত্রে সংগ্রহ করে
রাস্তা দিয়ে পথ হাঁটতে স্বাচ্ছন্দ বোধ করি।
তাইতো পথ চলছি তাদের নিয়ে
যাদের মধ্যে নিজস্বতা গড়ে উঠেছে
আর যারা এখনও সাবলম্বী নয়
তাদেরকেও চেষ্টা করছি সাবলম্বী করতে।
বিজ্ঞান বলে মানুষের নাকি একদিনে শিরদাঁড়া সোজা হয়নি: এখানেও দেখি দীর্ঘ সময়ের পরিবর্তনের ফল।
তাহলে সময় তো লাগবেই, তাই নয় কি?
অপেক্ষা আর চেষ্টা গঠন পক্রিয়াকে সফল করবে
তাই চেষ্টা চালিয়ে যেতে হবে
তবেই নির্মিত হবে দৃষ্টান্তমূলক জীবন্ত চরিত্র।