|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় অনিন্দিতা দাস
by
·
Published
· Updated
অনিরুদ্ধ
অনিরুদ্ধ তোমাকে দেখলে কেমন যেন
কাঁধে অদৃশ্য একটা মাথা নেমে আসে।
অনুভবে আলতো আদরে কেউ
যেন আমায় বুকে জড়িয়ে ধরে….
অনিরুদ্ধ মনে দাগ কেটে রাখি এভাবে
কতো বার তুমি অনুভবে আমায় ছুঁলে..
সময় আসলেই সে দাগ মুছে আবারও
তোমাকেই হৃৎপিণ্ডে রাখবো বলে।
“অনিরুদ্ধ অসহায় লাগলে তোমার মনেই
এই অসহায়ত্বের মাথা রাখবো….!
কাঁপা কাঁপা ঠোঁটে প্রেমের মরশুমে
চুমুর বেশে তোমাকেই ছুঁয়ে রাখবো….
কিছু মুহুর্ত পর তোমার কাঁধ বেয়ে নেমে
যাবো”….
অনিরুদ্ধ ব্যস্ত এক সন্ধ্যায় যদি কখনো দুটো
মনের আবারও ধাক্কা লেগে যায়….
কিছু মুহুর্তের জন্য যদি থমকে যাও…
আবারও পিছু তাকাও তবে বুঝবো….
নিশ্চিত এক সম্পর্কের নাম নিয়ে
তুমি ফিরে আসবেই….
সেদিন অন্তত আরেকবার আমার মনকে জড়িয়ে
ধরো,চলে যাওয়ার আগে দুটো হাতের মিশে যাওয়াদের অনামিকায় স্পর্শ রেখে যেও।
অনিরুদ্ধ,
আর যদি তাও না হয়,তবে কোনো একদিন
মনভাঙা বিকেলের হেরে যাওয়াদের শেষ মুহুর্তে
আর ও একবার দেখা করো…
“আর সেদিন জানিয়ে দিও তুমি ছিলে না
আমার একার কোনোদিনও”……..