|| উৎসব || নিয়ে লেখায় অয়ন দাস

অপূর্ব একা
অয়ন দাস বলে আছে একজন,
নিজের অস্তিত্বের কাছে যে নিজেই রয়েছে বন্দী।
এ শহরের সমস্ত গ্লানি চোখে নিয়ে,
সে নিঃশব্দে হেঁটে যায় শহর ছাড়িয়ে শহরতলির দিকে ।
বয়স বাড়ছে তার,মাথায় সাদা চুলের বেসাতি, মুখের জমিতে ত্রিকোণমিতি।
চৈত্র শেষের মনোবেদনা হাজির হয়েছে মুখের জ্যামিতিতে,
নিজের আড়ালে থাকে আরেক স্বতন্ত্র মানুষ,
জলরঙ আলোর দিকে তাকিয়ে তার একা একা বসে থাকা।
অফিস অঞ্চলের ভিড়ে আচমকা দেখা হয়ে যায় হারিয়ে যাওয়া সময়ের সঙ্গে ;
কেমন আছো? এখনো কি হেঁটে যাও স্রোতের বিপরীতে ?
এখনো কি ধারণ করো বিষ, তোমার বিষাক্ত ঠোঁটে?
ক্লান্ত কন্ঠে মাঝবয়সী উত্তর দেয়,
বসন্ত শেষ হয়েছে আজ;গনগনে বৈশাখ আসছে কাড়ানাকাড়া বাজিয়ে।
মাঝবয়সের উত্তাপ জ্বলে একাকী অরণ্যে,
তারই মাঝে অপূর্ব একা হয়ে থেকে যাওয়া।