T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অন্তরা দাঁ
by
·
Published
· Updated
ঋতুবদলের চিঠি
ছেড়ে চলে যাচ্ছে কুয়াশার ভোর
জ্বরঠোঁটে’র ক্ষত থেকে চোঁয়ানো রক্ত
জমাট বেঁধে আছে
বিনবিন করে ফুটে ওঠা ঘামে এবার
নোনতা হয়ে উঠবে ক্লিভেজ
পরিযায়ী সুখের চিঠি মুড়ে রেখেছে
বৈরাগী বসন্তের হলুদ লেফাফায়
ভোরের আজানে লেগে আছে অস্ফুট
ঘুমঘোরের বিলম্বিত টান এখনো
লাল মাটি’র ভাঁড়ে চুমুকে চুমুকে উষ্ণতা’র মৌতাত
পরিত্যক্ত চাকভাঙা মধু’র মতো
গড়িয়ে যাচ্ছে অযাচিত পার্বণ
বিগত জন্মের জাতিস্মর মন আজ
খুঁজছে দোসর তার
মনকেমনের দিন ঠোঁটে করে নিয়ে যাচ্ছে আরেকটি’ আগাম
বিষন্নতার ব্যথাগর্ভ সুখ
“আজি দখিনদুয়ার খোলা “