কবিতায় অন্নপূর্ণা দাস

দয়ার সাগর
দায়ার সাগর বিদ্যার সাগর
কখনো আবার নারী মুক্তির শক্তির পথপ্রদর্শক
কখনো তাকে ঈশ্বর নামে সম্বোধন
তিনি তো মর্ত্যের ঈশ্বর
অসম্ভবকে সম্ভব করতে তিনিই তো পারেন
আমরা তার অনুসারী…
বিধবা বিবাহ, নারী শিক্ষা
কখনো আবার সংস্কৃত বর্জন করে
আধুনিক শিক্ষা গ্রহণের সাহস
একমাত্র তিনিই তো বলতে পারেন
যুগের থেকে এগিয়ে চলেন যিনি
তিনিই তো প্রকৃত সমাজসংস্কারক
আধুনিক ভারতের নবজাগরণ
দিকে দিকে অগ্রসর তারই চলার পথ
সেই তো আমাদের গর্ব শিশু শিক্ষার প্রথম পাঠ
বর্ণপরিচয় বাংলার বর্ণমালা সৃষ্টিকারী
সহজ কথা সহজেই বলা
‘জল পড়ে, পাতা নড়ে.. ‘
কখনো আবার সমাজ শিক্ষায় কুলি সাজা
নিজের কাজ নিজে করা উপদেশ বানী
পিতা, মাতার ভক্তির প্রদর্শন
সাঁতারে উত্তাল দামদর নদ পার
তিনি তো কুসংস্কারের ঢাকা সমাজের আলোর কান্ডারি
কখনো ব্রিটিশ রাজের পরিধান পোশাকের উৎকৃষ্ট সমালোচক শিক্ষা…
আবার কখনো দেশের মানুষের অসহায়ত্ব আলোর দিশা…