|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় অমিতাভ দাস

নারী তোমাকে
যখন ভ্রুন ছিলাম গর্ভের ওম দিয়েছো,
নাড়ি ছেঁড়ার পর বুকে আগলে দিয়েছো নিরাপত্তা,ফ্রক ছেড়ে শাড়ি ধরার দিনে দিয়েছো এক অদ্ভূত কষ্টের মাদকতা।
কোনো এক গনগনে দিনে আমার হাতে ধরিয়ে দিয়েছো নিশান,বুকে জ্বেলে দিয়েছো আগুন।
ঘাতক অস্ত্রের সামনে আড়াল করে দাঁড়িয়ে তীক্ষ্ণ কন্ঠে বলে উঠেছো ‘মারতে হলে আমায় মারো!!’
নাহ্,সেদিন তোমাকে কেউ মারেনি,কিন্তু পরে তোমার অ্যাসিডে জ্বলে যাওয়া মুখ দেখেছি,দেখেছি তোমার ঝলসানো চামরার রং কেমন অসহায় ভাবে মিশে যাচ্ছে এই নির্লজ্জ সময়ের সর্বাঙ্গে।
আর নয় নারী,আর নয়….
এবার নিজেই তুলে ধর অস্ত্র!
মন্দ্রিত হয়ে উঠুক ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥’
হে গর্ভধারিনী,হে প্রিয়তমা,হে শক্তি,
আমরা মাতৃপক্ষের অপেক্ষায়….!!