কবিতায় অতসী চক্রবর্তী ঠাকুর

কবিতার আসন
স্বচ্ছতায় বয়ে চলা সম্পর্কে, কোন প্রশ্ন উত্তর থাকে না,আলোয় ভরা আকাশের চাঁদ।
সৌড়ি ভেবে কুলুঙ্গিতে তুলে রাখা কিছু গোপনীয়তাই
সম্পর্কের মৃত্যু ফাঁদ।
রংচটা পোশাকের মতো এদেয়াল ও দেয়াল ঘুরে ঘুরে
অন্ধকার হাতড়ায় একাকী জীবন।
প্রাপ্যের অধিকার অধরাই থেকে যায় বরাবরের মতন।
অক্ষরে অক্ষরে বুনে চলা কবিতার আসন
স্মৃতির জলে আঙুল ডুবিয়ে জীবনের আস্বাদন।