সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ১৪)

না – মানুষের সংসদ 

১৪
টিকটিকি খানিকটা চুপ করে থেকে বলল –
সব মানুষ খারাপ নয় । সবুজায়ন নতুন করে হচ্ছে । মেনকা গান্ধী বলে একজন প্রাণী হত্যার বিরোধিতা করতেন । ভালো, সৎ মানুষ আমাদের খুঁজে বের করতে হবে ।
শেয়াল বলল – হে প্রাজ্ঞ সভাপতি, পলাশিপাড়ায় এমন মানুষ কে আছে যে আমাদের কথা ভাববে ।
টিকটিকি বলল,
আছে সেই মানুষ, তবে তার সন্ধানে আমাদের যেতে হবে ।
শেয়াল হাই তুলে বলল –
কোথায় ?
টিকটিকি বলল –
আমি একবার হাওড়া-ফারাক্কা প্যাসেঞ্জারে চেপে গেছিলুম গুপ্তিপাড়ায় । আম, ডুমুর, বট, পাকুড় দিয়ে ঘেরা ছায়াপথ সেখানেও রয়েছে ।
হুলো বলল –
মান্যবর সভাপতি – আপনাকে কারা আমন্ত্রণ করেছিলেন ?
গর্বের হাসি হাসল টিকটিকি ।
এইসময় সকলের অচেনা লালপেট বুলবুলি বটগাছের একটি ডালে এসে বসল । বুকটা তার লালচে-পাটকিলে । পেটের দিকটাতেও সাদার ওপর লালচে ভাব আছে । লেজ জলপাই সবুজ রঙের । ঠোঁট নীলাভ ধূসর, পা আবার হলদেটে পিঙ্গল বর্ণের ।
সভার সকলের দৃষ্টি তার দিকেই গেল । ময়নার রাগ হল । সে মনে মনে বলল –
রূপবতী নিজের রূপ দেখাতে পুরুষদের সভায় এসেছে ।
লালপেট বুলবুলি বলে উঠল –
আমি জানি সেটা ছিল ছাতারে পাখিদের সভা ।
সমবেত শ্রোতার প্রত্যাশার বেলুনে পিন ফুটিয়ে দিল বিদেশিনী বুলবুলি । শেয়াল পণ্ডিতও মনে মনে ভাবল – ছাতারে পাখিদের সভায় গেছিলেন টিকটিকি তাই নিয়ে কতো গুমোর । হতাশ হলেন টিকটিকি । চমৎকার একটা ভাষণ তিনি দেবেন ভেবেছিলেন । দণ্ডচারী বর্গের অন্তর্গত শলভাশ । শলভ অর্থাৎ পতঙ্গ খেয়ে তারা জীবন-ধারণ করে । ওদেরই চলতি নাম ছাতারে ।
একটু রাগ নিয়েই টিকটিকি লালপেট বুলবুলিকে বলল –
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।