T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় অলক্তিকা চক্রবর্তী

কোজাগরী
একলা কিছু সহজ কথা
মুঠো খুলে ছড়িয়ে পড়ে
হওয়ার নিয়ম মতে
যত্রতত্র পাখনা নড়ে
ঢেউ বিছানো কাশের ‘পরে
নতুন রেখার খাতে
সরল নাকি বক্র সে ভাগ
মেঘমুলুকের কী সংবাদ
মর্ত্যে নামে ঢ’লে
ধানের ছড়া আলতা-পরা
পদ্মফুলের পরাগ ভরা
বর্ণবোধের কালে
সেইতো কুসুম জাগর জাগর
একলা বসে ছড়ায় আখর
জোছনা-ঝরা রাতে
এসো মা গো পল্লবিনী
অমর্ত্যলোক বিহারিনী
অঞ্জলি জোড় হাতে…