কবিতায় পদ্মা-যমুনা তে আলিনূর চৌধুরী

খেয়ালি
হেঁয়ালির ঘোরে আর কত করিবে খেয়ালি
তোমার নখের থাবায় দন্ত চোয়ালের চিপায়,
তোমার বাচন বুলিতে, নেশায় দুলিত দুলিতে
ক্ষুধিত চাষাভুষা-মজুরকে কাঁদিতে খেপায়।
শূন্য ধূসর ভিটামাটি সেতো জগতের খাঁটি
আদর সোহাগে শস্যদানা ফলায় উলঙ্গ চাষি,
তোমার পালিত দানব শাবকেরাই বুঝি মানব!
উদর পুরে নেয়,ভুখানাঙ্গা চাষিদের করে বাসি।
বাজারের দশা বেসামাল,শসাতে দেখি আগুন
আশা জাগে,সাধ্য নেই বারবার ফিরে আসি,
সুতায় পড়েছে টান, ছিড়িয়া যায় বুঝি কান ইচ্ছেরা মরেছে নির্ঘুমরাতে জাগেনা তাই হাসি।
নসিমনরা পথহারা,মেটেনা ক্ষুধা উদ্বিগ্ন তারা
ক্ষুধার ঢেউ ভেঙ্গে ভেঙ্গে হায়! নির্লিপ্ত আকুল
প্রলাপে আকাশ কাঁদে,কাঁদে দূষণ বায়ু গাঙ্গ
উড়াল পথের দুরন্ত পদভারে উন্মত্ত ব্যাকুল।