।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অলক্তিকা চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কথামালা
শাশ্বত কোনো এক মুগ্ধবোধে প্রলুব্ধ সকাল
চেনা খাম উল্টে দেখি বর্ষনলিপি
দিনটুকু গুছিয়ে আনি
সময় নত হয়ে
পাশা উল্টে ফেলে ভেজা মনখারাপ
নিড়েনহীন জমি ক্রমেই এক…দো ফসলি
চাষবাসে দক্ষ হই মানসমুকুরে স্নান…
সম্ভ্রম জাগানো দিন
খেয়ালী আলপনার দোলন আর বর্ণানুক্রমিক নকশায়
ধীরে ধীরে আঁকা হয়ে যায় ফিরে আসা রূপকথা…
কড়ি – মা
জীবনের সীমানায় দাঁড়িয়ে যে গান
তাই আমার চারণভূমি
বন্দী বলাকায় ছড়িয়ে পড়ে অসীমের খোলা হাওয়া
সেই তো’তুমি’…
দিনকাল ডুবিয়ে রাখে
মনেপ্রাণে ক্ষীণ রেখাব হয়ে ধৈবতে
কড়ি ও কোমল লাগাই জ্ঞানে-অজ্ঞানে
মন্দ্রসপ্তক যেন হেঁসে ওঠে
দিনান্তের খোলা আয়নায় ইমনের আলো
দিন গলে যায়
কড়িমধ্যম ছুঁয়ে শান্তির আকাশগঙ্গায়
সেই ফোঁটায় ফোঁটায়’তুমি’…
গুনে গেঁথে আর একটা দিন পার…