কবিতায় অরুণ চক্রবর্তী

বসন্তে
বসন্ত আজ ডাকছে আমায় কোকিল যেমন ডাকে
রোদের আলো দিচ্ছে উঁকি গাছগাছালির ফাঁকে
আমের গাছে কচি মুকুল নাচছে হাওয়ার তালে
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ছে পাখি গাছের ডালে ডালে।
নদীর জলে খেলছে সাতার পাড়ার সব ছেলে
উড়ছে ধুলো,পড়ছে পাতা হাওয়ার ছোঁয়া পেলে
বসন্ত মানে পলাশ শিমূল একটু রঙের খেলা
বসন্ত মানে ছুটে বেড়ানো দুরন্ত ছেলেবেলা।
বসন্ত মানে শীতের প্রবাস, অষ্টপ্রহর মেলা
পাহাড়কোলে ঘুরে বেড়ানো হাল্কা মেঘের ভেলা
কালবৈশাখীর ছোঁয়ায় যখন একটু বৃষ্টি নামে
বসন্ত তখন স্বপ্নে বিভোর আমার ছোট্ট গ্রামে।
রোদের তাপে সোহাগ খুঁজি গভীর বনের মাঝে
ফাগের আগুন আঁকে ছবি অপরূপ এক সাজে
চৈত্রশেষে বিকেলবেলায় শিবের গাজন নাচ
জানিয়ে দেয় বসন্তবিদায়,নববর্ষের আঁচ।