T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অঞ্জনা চক্রবর্তী

আনন্দধারায়
জলের মধ্যে জীবন ছিল
জলের মধ্যে কান্না কিলবিল
জলের মধ্যে ডুব দেয় পানকৌড়ি
জলের মধ্যে বসুন্ধরার কপাট খিল।
খিলখিল করে হাসে আলোর রশ্মি
ঝলক যে তড়িৎ তরঙ্গ তরণ
কান্নার পরে ঝেড়ে মেরে ওঠে
আলোর ঝালোর তখনই তো উত্তরণ।
উজান বেগে জীবন গতি ধায়
বৃক্ষ যেমন আলোর পানে চায়
আলোকবর্তীকা হয়ে আজানুলম্বিত
কেউ না কেউ একটা শমী বৃক্ষ।