কবিতায় পদ্মা-যমুনা তে আলিনূর চৌধুরী

প্রার্থনা
আলোর মেলা খেলা করে
সুখের বাগান জুড়ে,
সে বাগান যে ছিলো আমার
ধুঁকছে খরায় পুড়ে।
ধীরে ধীরে নিভছে প্রদীপ
ফিকে জ্যোৎস্নার আলো,
সৃষ্টি সেরা করলে তারে
বিষাদ কেনো ঢালো!
অশ্রু স্নাতে আঁখি পাতে
নির্ঘুম রাত্রির দহন,
হায়! বিধাতা মুক্তিদাতা
করো তুমি রহম।
যমের বাসা বাঁধলো বুকে
সবি তুমি জানো,
অসীম কৃপায় দাওনা তারে
ফিরায় জীবনে আলো।
স্রষ্টা তুমি মহান তুমি
প্রার্থনা মোর নাও
মুখ ফিরিয়ে আর থেকোনা
সুস্থ জীবন দাও।