কবিতায় অরুণিমা চ্যাটার্জী

পলাতক
মার্কস এঙ্গেলস-এর চর্বিত চর্বনের
উচ্ছিষ্ট ঢেকুর তুলে,
কবি এখন সারমেয়র মত
লাল জিভে স্বেদ ঝরায়!
মরু বুকে অনুভূতি
বিসর্জনের বাজনা বাজায়।
কবি যাবে এবার,
নদী আর কোকিলের কাছে!
ওরা কাউকে ফেরায় না!
পথ আগলে সরীসৃপ অন্ধকার,
জ্যোৎস্না ছায়া ফেলে না কবির অলিন্দে।
এই খরা দিনের ভাবনা,
দূরদর্শী কবি জানে তো ঠিক।
এক মুঠো জোনাকি তাই
সযত্নে আগলে রেখেছিল!
কোথায় গেল তারা?
একি! জোনাকির শরীরে এত ক্ষত কেন?
আলোহীন, নিঃসঙ্গ নির্জন কবি,
হাতড়ে বেড়ায় একটু আলো!
জলের মতোই প্রাণদায়ী এখন।
সাম্যের কবি!
বৈষম্যের প্রতিবিম্ব দেখে
আঁতকে ওঠে!