হৈচৈ কবিতায় অরূপ চট্টোপাধ্যায়

সত্যজিৎ স্মরণে
[শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম প্রাচীন ঘরানার, ত্রিপদী ছন্দের সাবেকী শৈলীতে]
উনিশশো একুশ সন গড়পার আবাসন
আলো করি জন্মিলে তুমি
কে জানিতো সে দিবস তোমার কীর্তিযশ
উজলিবে এ ভারতভূমি ।।
চির উন্নতশির ছিলে তুমি কর্মবীর
নবযুগ সৃষ্টির ভাস্কর ,
কীর্তি-ধ্বজ উঁচায়ে কন্ঠ তব গান গায়
এ জীবন কর্মের নির্ঝর ।।
মাইকেলেঞ্জেলো র ছবি সাহিত্য গগনে রবি
সুরে মোৎজার্ট দিল আলো
সাহিত্য সুর ও চিত্রে সমন্বিত চলচ্চিত্রে
তব স্পর্শ শিহর জাগালো।
প্রকৃতি দিলা প্রয়াস বিশ্বাত্মা বিশ্বাস
প্রতিভা দিয়াছে ভগবান
ত্রিবেণীসঙ্গম মাঝ নাহিয়াছ তাই আজ
বিশ্ব গায় তব জয়গান।
বিশ্ববীণার তানে ভারতরে সসম্মানে
স্থাপিয়াছ জগৎসভায়
“জীবন নদীর ওপারে” অমৃতলোক মাঝারে
সত্যজিৎ প্রণমি তোমায় ।।