T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অমিত চক্রবর্তী

উহারা
রাগ বেড়ে গেছিল হঠাৎ সুবিনয়
মানুষটির, পুরু গদ্যের তূণ পাঠাব না
তালঢ্যাঙা ছিপছিপে
কবিতার দল
আপনাকেই ঠিক করতে হবে,
এই মর্মে টেক্সট আসে –
এত স্নায়ুবৈকল্যে ভোগে এই সমস্ত শহুরে লোকেরা
সবাই গল্প খাড়া করছিল অতৃপ্তির প্রেম
বা ওই ধরণের কতকিছু
শব্দের মিউটেশন,
আমি মাউথ-অর্গান কামড়ে
অবিচল সারাদিন, সারা সকাল আমি
উত্তর খুঁজেছি একা,
শ্রাবণের পর শ্রাবণ
উহারা
ভারী ওভারকোট জড়িয়ে
অমরত্ব খোঁজে।