ক্যাফে কাব্যে অনুপ্রসাদ চৌধুরী (ছদ্মনাম)

মহামিলন
হরেক রকম বেশাতি সাজাই
রং লাগিয়ে সঙ সাজিয়ে,
বেচি মনের অলিগলি
স্বপ্ন গুলো চোরাই দামে।
ক্লান্ত দিবস শ্রান্ত হয়ে ফিরে দিনের শেষে,
ভিতরে ওই মাদল বাজে গহীন রাতে,
একান্তে শোন কানটি পেতে।
আনেক আশার হাতছানিতে,
আসা যাওয়ার জীবন খেলায়
পিছন ফিরে দেখনা চেয়ে,
অবলীলায় হেঁটেছিলিস এই খানেতে।
পদচিহ্ন চিনতে পারিস ?
নাকি আস্তরণে হারিয়ে গেছে সাঁঝের বেলায়
ধুলোয় জমা স্মৃতির ফাঁকেও, চক্ষু থাকে
চক্ষু মেলে তাকাও যদি দেখতে পাবে
সেই আঁখিতেও বিন্দু ছিল অনেক খুশির,
দূরের দেশে ঘুরতে থাকা বণিক বেশে
সপ্ততরীর পাল তুলে দেয় আপন দেশে
মিলন হবে মিলন হলো মহামিলন অবশেষে।