T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অনির্বাণ চ্যাটার্জি

স্নেহের মা
উমা,
আজ মহালয়া। বাংলাদেশের মানুষ উৎসবের আনন্দে মাতোয়ারা। বাতাসে আগমনী সুর আর আনন্দের গন্ধ। মাঠে, ঘাটে পুকুরে কাশ,পদ্ম,শাপলা, শালুকের ছড়াছড়ি। এখানে, ওখানে পুজো প্যান্ডেল।
কুমোর পাড়ায় প্রতিমায় রঙ লাগছে।
এসময় তোদের কথা ভীষণ মনে পড়ে। আজ দশ বছর তোরা আসতে পারিস নি।জানি তোদের বাঙালি এলাকায় পুজো হয়।কমন কিচেন, সিঁদুর খেলা সব হয়।
আমরা দশ বছর আমাদের উমাকে, নাতি নাতনি দের
পাই না।মাটির প্রতিমা কি সব খুশি দিতে পারে মা¡
সানফ্রান্সিসকোর আবহাওয়া এখন কেমন?
আমরা একরকম আছি। তোমরা ভালো থেকো।
পুজোর কদিন সময় পেলে ভিডিও কল কোরো।
আশীর্ব্বাদক
বাবা
আন্তরিক অশেষ ধন্যবাদ।