আমি তো চেয়েছিলাম,
তোর সাথে চলে যেতে
ভূমধ্যসাগরের নীলের মাঝে
প্রত্যন্ত কোন দ্বীপে।
তোর সাথে নগ্ন হয়ে পাড়াগাঁয়ের-
উলঙ্গ ছেলেটার মত আকারনে
নদীতে ঝাঁপ দিতে।
আমি চেয়েছিলাম,
তোর সাথে হারিয়ে যেতে,
ঠান্ডাঘরের নীল আলোয়,
অবৈধতার ক্যানভাসে,
সাদাবরফের রং-এ বৈধতা ফুটিয়ে তুলতে।
আর তাতে জীবনের ফতয়া জারি করতে।
আমি তো চেয়েছিলাম!
আমি চেয়েছিলাম,
তোর সিঁথিতে তারা রাঙিয়ে,
মধুচন্দ্রিমায় রপ্ত হতে,
আর দুহাতের কলম হয়ে বের করতে
ফুটফুটে দুটো সন্তান।
আদরের নামও ভেবে
লিখেরেখেছিলাম যত্নে,
উপন্যাস আর কবিতা।
আমি তো চেয়েছিলাম।
আমি চেয়েছিলাম,
তোর সাথে বেইমানি করতে,
যখন তুই দুইহাতে
আমার জন্য উপহার সাজিয়ে আনবি
সুসজ্জিত মোরকে;
আর সেটা খুলে
আমি দেখব জীবনানন্দের মৃত্যুকে।