বছর ঘুরে গেলে ক্যালেণ্ডারে চোখ আটকে যায়
লাল কালিতে লেখা পনেরো আগষ্টে
পনেরো আগষ্ট শুধু ই সংখ্যা?
না একটা ছুটির হিসেবের খাতায় একটা দিন
এখন ও অনেকের বুকের ভেতর বেজে যায়
ভেঙে যাওয়া হৃদয়ের গান…
যখন তাদের দৃষ্টি চলে যায় পূবের দিকে বা পশ্চিমে
মেঘ গুলো উড়ে উড়ে যায় যখন ঐদিকে
খেয়ালী মন উদাস হয়ে যায়
ওখানে যে কত শতাব্দীর গল্প রয়ে গেছে…
স্কুলে, রাস্তায় বা পাড়ায় টুকরো টুকরো হয়ে
ভেসে যায় কথায় কথায় ভরা বসন্তের মতন
তবু ও অনাবিল আনন্দ চারিদিকে
তিন রঙে রঙিন জাতীয় পতাকা ওড়ে, গানে গানে
ভরে ওঠে আকাশ বাতাস
কারও কারও কথায় কথায় আসে
ফেলে আসা ইতিহাসের পুনঃ কথন
ত্যাগ আর বঞ্চনার গল্পকথা
একটা স্বপ্ন পাখির ডানা হতে পারত
উড়ে এল কয়েকটা পাখির পালক
বছর ঘুরে গেলে ক্যালেণ্ডারে চোখ আটকে যায়…