কবিতায় অমিত চৌধুরী

তুমি গৃহবধূ তুমিই মা
তুমি নও কোনো শ্রমিক একথা সত্য!
শ্রমিকরা তো সারাদিনে 8-12 ঘন্টা কাজ করে,
বিনিময়ে পারিশ্রমিক নেই যে যতটা পারে!
তুমি গৃহবধূ আছে হাতে অনেক জাদু ,
রান্না করা, বাসন মাজা, কাপড় কাঁচা থেকে শুরু করে,
ছেলে মেয়েদের পড়ানো, স্কুল ফেরত এমনকি স্বামীর সেবা সবগুলোই এক হাতেই করো কাবু!
হ্যা এটা সত্য তুমি নও কোনো শ্রমিক!
তুমি তো তুমি হয়না তোমার কোনো তুলনা,
না শ্রমিক না কুকার, না শিক্ষক না ডাক্তার তুমি কোনো অংশেই কম না!
হ্যা এটা একদম সত্য তুমি কোনো শ্রমিক না!
শ্রমিকেরা তো কাজ করে জীবিকার জন্য টাকা ছাড়া তারা একদম দিশেহারা,
তুমি তো কাজ করে থাকো ভালোবাসা মায়া মমতার মহিমায় একদম বিনাস্বার্থে সবই স্বার্থছাড়া!
বড়ো কে ছোট কে সে বিষয় টা মূল্যবান নয়,
মূল্যবান তো তুমি যে যাই বলুক তবে তুমি কোনো শ্রমিক নও!