কাব্যানুশীলনে অরুণিমা চ্যাটার্জী

গণতন্ত্র একবার চিৎকার করে ওঠো

হে স্বাধীনতা !
সেই পুরাকাল থেকে, রক্তঅর্ঘ্য দিয়ে আসছি !
প্রাগৈতিহাসিক অন্ধকারে,
খাদ্য খাদকের শৃঙ্খল ভাঙার স্বাধীন দিনগুলোতে
রক্ততিলক এঁকেছিলে তোমার ভালে।
ইতিহাসের পাতায় তোমার নব কলেবর,
ক্ষমতায়ন, আগ্রাসন, উপনিবেশ !
রক্ত নদীতে অবগাহন করে,
স্বাধীনতা স্বাধীন হলো কি ?

তারপর ? তারপর ! পৃথিবীর অমসৃণ ঢালু পথ ধরে
হাটতে হাঁটতে,
তোমার কথা ভুলে ছিলাম !
সান্ধ্য শঙ্খ, আজান, গেরুয়া নদীর একচ্ছত্র দখল,
শৈশব, কৈশোর মাড়িয়ে,
সবুজ ঘাসবিছানা শহীদদের ছাড়পত্র দিয়েছে !

নাগরিক সন্ধ্যা নামে এখন
নিয়ন বাতির আলোর বিস্তারে।
ম্লান জ্যোৎস্না অস্ফুট লজ্জায়,
মেঘের আড়ালে মুখ লুকায়।
সুখী সেজে থাকা মানুষের ভয় পাওয়া মুখে,
আমার মনে পড়লো তোমার কথা !
ওরা ভয় পায় !

ওখানে কথা বলতে নেই !
ওভাবে প্রতিবাদ করতে নেই,
ওসব দেখতে নেই !
সভ্য মানুষ রক্তাল্পতায় ভোগে,
তাই স্বাধীনতা ! তোমার স্বরূপ আমার জানা হলো না !
যন্ত্রণাকে মান্যতা দিয়ে, এখন হৃদয় খুঁড়ে,
রক্ত পলাশ পুঁতি আগামীর জন্য !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *