সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ১৬)

না মানুষের সংসদ

তখন সভাপতি বলল –
আমাদের একটা মুশকিলও আছে ।
হুলো বলল – কী ?
যেমন ধরো আমার খাদ্য কীট-পতঙ্গ অর্থাৎ যাবতীয় পোকা-মাকড় । হুলো, শেয়াল – তোমরা পাখিদের ঘাড় মটকাও । অর্থাৎ আমাদের মধ্যে খাদ্য, খাদক উভয়েই রয়েছে ।
হুলো এবার বলল –
তাহলে উপায় ।
বুদ্ধিমান শেয়াল বলল –
এই ক্লাবের নাম তো আমরা আগেই রেখেছি ‘না – মানুষের সংসদ’ । এর সভ্য হলে তাকে কোন অবস্থায় আক্রমণ করা যাবে না বরং রক্ষা করতে হবে ।
টিকটিকি বলল –
চমৎকার । ক্লাবের নামও আমাদের খাসা হয়েছে কিন্তু নিয়মের মান্যতা চাই । সংবিধান চাই । চাই মৌলিক অধিকার ।
হুলো বলল –
এই চুক্তিতে বিপদের ইংগিত রয়েছে ।
টিকটিকি বলল –
কেন ?
খাদ্য সংকট দেখা দিতে পারে । এছাড়াও মানুষের মতনই জন্ম – নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে ।
হুলোর পাণ্ডিত্যে বিমোহিত হয়ে পুরুষ কোকিল গেয়ে উঠল । ধন্য, ধন্য রব উঠল সভায় ।
তখন টিকটিকি সকলকে শান্ত হতে অনুরোধ করল । তারপর বলল –
এতে খাদ্য সংকট হবে না । শুধু আমাদের খাওয়ার অভ্যেসে নিয়ন্ত্রণ আনতে হবে । না খেয়ে কেউ মরে না – মরে অতিরিক্ত ভোজনে ।
এটাও সকলেই স্বীকার করল ।
হুলো আবার বলে উঠল –
ক্লাবের নামকরণে আমার আপত্তি ছিল ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।