হৈচৈ কবিতায় আলিনূর চৌধুরী

ফুল
রজনীগন্ধ্যা ফুলের রানী
গন্ধরাজ যে রাজা,
ফুলের পরশ পেলে তাই
ভুলে যায় সাজা।
হাসনাহেনা গোলাপ টগর
দেখতে তারে মিষ্টি,
রেইনট্রি শাখে বাঁধলো জুঁটি
দেখতে গুড়ো বৃষ্টি।
শিমুল পলাশ লালে লাল
সবুজে কদম সাদা,
ডুমুর ফুলের দেখা নেই
বাঁধলো গোলক ধাঁধা।
পদ্ম ফুটে জল কেলিয়ে
মেলে দেয় ডানা,
গুনগুনিয়ে মৌমাছি হায়!
করলো তারে হানা।
ফুল কে ভালোবেসে তাই
দূর করো সব কালো,
দুষ্ট বুদ্ধির ভাগাড় মুছে
জগত করো আলো।