কবিতায় অরুণ চক্রবর্তী

খোকার স্বপ্ন
খোকা এখন হচ্ছে বড়ো
স্কুলে যায় পড়তে
ইচ্ছে আর হয়না এখন
টাট্টুঘোড়ায় চড়তে।
খোকা এখন বিকেল হলে
খেলতে যায় মাঠে
সকালসন্ধ্যায় নিজের মনে
বসে স্কুলের পাঠে।
খোকা এখন হচ্ছে বড়ো
মাকে বলে পড়াও
মুনি ঋষিদের গল্পের সাথে
নানা মজার ছড়াও।
মুঠোফোন দেখলে হাতে
বলে তখন মাকে
সারাদিন ওতেই মাতো
বলো কীইবা থাকে?
বাবা তার বাইরে কাজে
আসে মাসের মাঝে
মায়ের উপর ভরসা তাই
সকাল দুপুর সাঝে।
হতে হবে আসল মানুষ
বুঝতে হবে দেশ
খোকার মনে হাজার স্বপ্ন
নেই যে তার শেষ।